বাড়ছে সংক্রমণ, পরীমনির সিনেমা ‘মুখোশ’র মুক্তি স্থগিত
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ ও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পিছিয়ে গেল পরীমনি অভিনীত নতুন সিনেমা 'মুখোশ'র মুক্তি। সিনেমাটি আগামী ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল।
পরিচালক ইফতেখার শুভ আজ শনিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও, ওমিক্রনের কারণে আপাতত সিনেমা মুক্তি থেকে সরে আসতে হচ্ছে।'
মুখোশ সিনেমাটির মুক্তি উপলক্ষে গত ২ জানুয়ারি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে মুক্তি দেওয়া হয়েছিল সিনেমার টাইটেল গান।
সেখানে পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'সবাইকে তো আর বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাওয়ার বা দেওয়ার প্রত্যাশা তো থাকেই। আমার ভক্ত, দর্শক ও সাংবাদিক ভাইদের জন্য এ গানটা বা সিনেমাটা আমার তরফ থেকে নতুন বছরের উপহার। আমি আশা করব এটি সবার পছন্দ হবে।'
মুখোশ সিনেমায় পরীমনি ছাড়া আরও অভিনয় করেছেন মোশাররফ করিম রোশান, আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইরেশ যাকের, প্রাণ রায়।