বিয়ে করলেন সারিকা

By স্টার অনলাইন রিপোর্ট

বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন।

গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বি আহমেদ রাহীর সঙ্গে বিয়ে হয় সারিকার। রাহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।  

272486760_403538668239383_4241440726463355552_n.jpg
ছবি: সংগৃহীত

বিয়ের বিষয়ে সারিকা সাবরিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২ ফেব্রুয়ারি আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে  বিয়ে হয়েছে। ইচ্ছা করে জানাইনি। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।'

272831596_663707038092941_12140819000097915_n.jpg
ছবি: সংগৃহীত