ভক্তের পায়ের চিকিৎসায় ২ লাখ টাকা দিলেন অনন্ত জলিল
'দিন: দ্য ডে' সিনেমার প্রচারে বগুড়ায় গিয়ে এক ভক্তের চিকিৎসায় নগদ ২ লাখ টাকা দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারে বগুড়ার কাহালু উপজেলার কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে অবতরণ করেন অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।
সেসময় তাদের দেখতে ভিড় করেন স্থানীয়রা। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন উপজেলার নিমারপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে সোহেল রানা (২৫)। তার পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই দুপায়ের সমস্যা কারণে তিনি হাঁটাচলা করতে পারেন না। ক্রাচে ভর দিয়ে চলাফেরা করতে হয় তার।
স্থানীয়রা জানান, অনেক আগে থেকেই সোহেল রানার সঙ্গে পরিচয় অনন্ত জলিলের। তাকে দেখতেই কাহালু যান এই চিত্রনায়ক। সেখানে ১ ঘণ্টা ছিলেন তিনি।
আজ দুপুর ৩টায় বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে যান অনন্ত ও বর্ষা। সেখানে তারা দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছু সময়ের জন্য দশর্কসারিতে বসে 'দিন: দ্য ডে' সিনেমাটি দেখেন।
পরে সোহেল রানাকে নগদ ২ লাখ টাকা ও উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নিয়ে যাওয়ার প্রতিশ্রতি দেন চিত্রনায়ক অনন্ত জলিল।
সবশেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন এই দম্পতি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, 'বতর্মানে মানুষ আবার সিনেমা দেখার জন্য হলমুখী হচ্ছে এটাই আমাদের বড় সার্থকতা।'