ভারতীয় সিনেমা দিয়ে বগুড়ায় শুক্রবার চালু হচ্ছে সিনেপ্লেক্স 

By স্টার অনলাইন রিপোর্ট

ভারতীয় সিনেমা দিয়ে বগুড়ায় চালু হতে যাচ্ছে মধুবন সিনেপ্লেক্স। জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত 'বাজি' সিনেমার মাধ্যমে আগামী শুক্রবার এটি উদ্বোধন করা হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মধুবন সিনেপ্লেক্সের পরিচালক রোকনুজ্জামান ইউনূস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২০ সালে মধুবন সিনেপ্লেক্সের যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও, করোনা মহামারির কারণে সেটি হয়ে ওঠেনি।

রোকনুজ্জামান ইউনূস বলেন, 'আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে মধুবন সিনেপ্লেক্স। বাংলা সিনেমার পাশাপাশি হলিউডের সিনেমা ও আমদানি করা সিনেমা এখানে চালানো হবে।'

বগুড়ার 'মধুবন' সিনেমা হলটিই এখানে সিনেপ্লেক্স হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে সিনেমা হলটির যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে।