ভালোবাসা দিবসে অপু-বাপ্পীর 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'।
অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমাটি দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় আছে। প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু এই সিনেমায় শেষ অভিনয় করেছিলেন। এতে আছেন আফজাল শরীফ,কাবিলা, চিকন আলীও।
সিনেমাটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' রোমান্টিক ফ্যান্টাসি ধরনের। গত বছর ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
বর্তমানে অনেক মানুষ টিকা গ্রহণ করায় সিনেমাটি রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকরা স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং সিনেমাটি উপভোগ করবেন বলে আসা করছেন সংশ্লিষ্টরা।
সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ভারতের কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।