ভোট নয় জাহিদ হাসানের কাছে ভালোবাসা চাইলেন ফেরদৌস

By স্টার অনলাইন রিপোর্ট

আজ শুক্রবার শিল্পী সমিতির নির্বাচনে ভোট নয় জাহিদ হাসানের কাছে ভালোবাসা চেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

দুপুর সাড়ে ১২টার দিকে জাহিদ হাসান এফডিসিতে ভোট দিতে আসেন। গেট দিয়ে প্রবেশের পরেই জাহিদ হাসানের গাড়ি দেখে চিনে ফেলেন ফেরদৌস। এরপর জাহিদ হাসান গাড়ির গ্লাস খুলে হাসিমুখে ফেরদৌসের সালামের উত্তর দেন। 

তখন ফেরদৌস বলেন, 'জাহিদ ভাই আমার ভালোবাসার মানুষ। জানি ভাইয়ের কাছে আমিও ভালোবাসার মানুষ। তাই ভোট নয়, আমার ভাইয়ের কাছে ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসা দিতেই নির্বাচনে জয়ী হয়ে আমরা পরিবর্তন চাই।'

ফেরদৌস বলেন, 'জাহিদ ভাইয়ের মতো মানুষদের আমরা সম্মান দিতে চাই। তাদের যথাযথ মর্যাদা দিতে চাই।'

তখন ফেরদৌসকে জাহিদ হাসান বলেন, 'ছোটভাই তোমাদের জন্য আমার ভালোবাসা কোনোদিন ফুরাবে না।'