মস্তিষ্কে রক্তক্ষরণ, চোখের সমস্যায় ভুগছেন অভিনেত্রী আনোয়ারা
অভিনেত্রী আনোয়ারা। ছবি: সংগৃহীত
কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কিছুদিন আগে রাজধানীর বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ২ দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। বর্তমানে বনশ্রীতে মেয়ে মুক্তির বাসায় আছেন এই অভিনেত্রী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ারার মেয়ে মুক্তি দ্য ডেইলি স্টারকে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মায়ের চোখে দেখতে সমস্যা হচ্ছে।
মুক্তি বলেন, 'আমার আম্মা এখন আমার বাসায় আছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চোখে ঝাপসা দেখছেন। প্রথমদিকে কিছুই দেখতে পাচ্ছিলেন না। তবে, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। আশা করি খুব শিগগির এই সমস্যার সমাধান হবে। আব্বার মৃত্যুর পর থেকে আম্মা আমার বাসায় আছেন।'
আগামীকাল বুধবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে তিনি ও রাইসুল ইসলাম আসাদ আজীবন সম্মাননা পাচ্ছেন।