মাস্টারশেফ অস্ট্রেলিয়ার গ্রান্ড ফিনালেতে তৃতীয় হলেন কিশোয়ার
কিশোয়ার চৌধুরী। ছবি: সংগৃহীত
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার গ্রান্ড ফিনালেতে তৃতীয় হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী।
প্রতিযোগিতার ১৩তম এই আসরে প্রথম হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জাস্টিন নারায়ণ এবং দ্বিতীয় হয়েছেন আরেক প্রতিযোগী পেট ক্যাম্পবেল।
চূড়ান্ত প্রতিযোগিতায় জাস্টিন নারায়ণ ১২৫, পেট ক্যাম্পবেল ১২৪ এবং কিশোয়ার চৌধুরী ১১৪ পয়েন্ট অর্জন করেন।
পুরস্কার হিসেবে প্রথম প্রতিযোগী পেয়েছেন আড়াই লাখ ডলার, দ্বিতীয় প্রতিযোগী ৩০ হাজার ডলার এবং তৃতীয় প্রতিযোগী হিসেবে কিশোয়ার চৌধুরী পেয়েছেন ২০ হাজার ডলার।
সাবেক ঘরোয়া রাঁধুনী কিশোয়ার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ‘পান্তা ভাত’ পরিবেশন করেন। যেটি ওই শো’য়ে ‘স্মোকড রাইস ওয়াটার’ হিসেবে উপস্থাপন করা হয়।