মা-বাবা হচ্ছেন তিশা-ফারুকী

By স্টার অনলাইন রিপোর্ট

তারকা দম্পতি মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা মা-বাবা হতে যাচ্ছেন।

এই দুই তারকা তাদের ফেসবুকে এ খবর জানিয়ে ছবিও পোস্ট করেছেন।

tds_57.jpg
ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিশা আজ মঙ্গলবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'আলহামদুলিল্লাহ। খুশি লাগছে। ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার দোয়া চাই। মা হওয়ার মতো বড় সুখবর আর কী হতে পারে?'

তিশা আরও বলেন, 'কেন শুটিং থেকে দূরে ছিলাম, এখন সবাই বুঝতে পারছেন। নতুন বছরে নতুন আনন্দের সংবাদ আসছে।'

'আমি ও ফারুকী প্রথম সন্তানের অপেক্ষায়,' বলেন তিশা।