মিথিলার প্রথম সিনেমা 'অমানুষ' মুক্তি পাবে ২৮ জানুয়ারি

By স্টার অনলাইন রিপোর্ট

বেশ আগেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত 'অমানুষ' সিনেমাটি। রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা এটি।

আগামী ২৮ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

অনন্য মামুন আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, ''অমানুষ' আমার পরিচালিত ১৬তম সিনেমা। সিনেমার গল্প, অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেক কিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্র মুগ্ধ করবে আশা করছি।'

omanush movie
সংগৃহীত

মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নীরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।