মিরপুরে সনি স্টার সিনেপ্লেক্স চালু হচ্ছে শুক্রবার
ঢাকায় মিরপুর এলাকার মানুষের কাছে সনি সিনেমা হল সুপরিচিত। হলটি ভেঙে আধুনিক স্টার সিনেপ্লেক্স করা হয়েছে। দুই বছরের অপেক্ষা শেষে আগামী ২০ আগস্ট শুক্রবার থেকে মিরপুরে স্টার সিনেপ্লেক্সের এই শাখাটি চালু হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে 'সনি স্টার সিনেপ্লেক্স'।
এর আগে আগামী ১৯ আগস্ট সিনেপ্লেক্সের এই শাখাটির উদ্বোধন হতে যাচ্ছে।
সাবেক সনি সিনেমা হলের কর্ণধার মোহাম্মদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ১৯ আগস্ট সিনেপ্লেক্সের মিরপুর শাখাটির শুভ উদ্বোধন করা হবে।'
সনি কমপ্লেক্সের সহকারী ম্যানেজার শংকর কুমার দাশ বলেন, 'আগামী ২০ আগস্ট থেকে সিনেপ্লেক্সের এই শাখায় শো প্রদর্শিত হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।'
২০১৯ সালের ফেব্রুয়ারিতে সনি ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে চুক্তি হয়। সে অনুযায়ী হলটি ১৫ বছরের জন্য ভাড়া নেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সনি স্টার সিনেপ্লেক্সে তিনটি স্ক্রিন থাকবে। আসন সংখ্যা থাকবে মোট ৮০০টি। এ ছাড়াও, মিরপুরের কথা বিবেচনা রেখে টিকেটের মূল্য নির্ধারণ করা হবে।