মুক্তিযুদ্ধবিষয়ক কিছু সিনেমা ও সিরিজ

By স্টার অনলাইন রিপোর্ট

স্বাধীনতা দিবসের বিশেষ দিনে দেখে নিতে পারেন মুক্তিযুদ্ধবিষয়ক কিছু সিনেমা ও সিরিজ। এর মধ্যে কিছু সিনেমা দেখতে পাবেন টেলিভিশনে এবং কিছু ওটিটি প্ল্যাটফর্মে।

স্বাধীনতা দিবসের দিনে থাকলো সেইসব সিনেমা সিরিজের খোঁজ।

সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত 'হাঙর নদী গ্রেনেড' দেখতে পাবেন আজ শনিবার রাত ৮টায় এনটিভির পর্দায়। এই সিনেমায় অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, অরুণা বিশ্বাস, ইমরান, শর্মিলী আহমেদ, রাজিবসহ অনেকেই।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় যেকোনো সময় দেখে নিতে পারেন 'জাগো বাহে' নামে অ্যান্থলজি সিরিজ। এই সিরিজিরের ৩টি পর্ব 'শব্দের খোয়াব', 'লাইট ক্যামেরা অবজেকশন' ও 'বাংকার বয়' পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ, সালেহ সোবহান অনীম ও সুকর্ণ ধীমান।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ফিল্ম 'মুজিব আমার পিতা'। এতে উঠে এসেছে জাতির জনকের জীবনের তাৎপর্যপূর্ণ কিছু ঘটনা। সোহেল মোহাম্মদ রানা পরিচালিত 'মুজিব আমার পিতা' অ্যানিমেটেড ফিল্মটি দেখে ফেলতে পারেন চরকিতে।

নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত 'গেরিলা' সিনেমাটি সর্বোচ্চ ১০টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে নিয়েছিল। জয়া আহসান অভিনীত সিনেমাটি চরকিতে দেখতে পাবেন।

এ ছাড়াও চরকিতে দেখা যাবে মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা 'খেলাঘর' ও 'আগামী, নারায়ণ ঘোষ মিতা পরিচালিত 'আলোর মিছিল', সাইদুল আনাম টুটুলের 'আধিয়ার'।