‘মুন্সিগিরি’ সৎ ডিবি পুলিশ অফিসারের গল্প: অমিতাভ রেজা
ওয়েবফিল্ম 'মুন্সিগিরি'র পোস্টার প্রকাশিত হয়েছে গত ৮ সেপ্টেম্বর। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
'মুন্সিগিরি' ওয়েবফিল্মের পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। 'আয়নাবাজি' সিনেমা এ দুজনের সফল কাজ। এ কারণে তাদের ঘিরে রহস্য বাড়ছে।
জানা গেছে, চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন গোয়েন্দা পুলিশ চরিত্রে। তার নাম মাসুদ মুন্সি। তার স্ত্রী সুমাইয়া। এ চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা।
পোস্টার প্রকাশ উপলক্ষে অমিতাভ রেজা বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি মূলত বাংলাদেশের পুলিশের জীবনের গল্প। একজন সৎ ডিবি অফিসার মাসুদ মুন্সি। তারও সংসার আছে, পরিবার আছে। আবার ডিউটিও আছে।'
'কিন্তু এটি থ্রিলার ধরনের কোনো গল্প নয়। ডিবি পুলিশের গল্প। খুনের রহস্য আছে, রহস্য উদঘাটনের কথা আছে। জীবনের কথাও আছে', বলেন তিনি।
মাসুদ মুন্সি চরিত্রে চঞ্চল চৌধুরীকে নেওয়ার বিষয়ে অমিতাভ রেজা বলেন, 'চঞ্চল চৌধুরী একজন গ্রেট আর্টিস্ট। তিনি নায়ক নন, শিল্পী। আমি নায়ক নিয়ে সিনেমা বানাই না, শিল্পী নিয়ে সিনেমা বানাই। তার মধ্যে যে পরিমাণ ডেডিকেশন আছে, তা অন্য কারও মধ্যে কমই আছে। এজন্যই মাসুদ মুন্সি চরিত্রে তাকে নিয়েছি।'
পোস্টারে লেখা আছে 'মুন্সিগিরি- মৃতেরাও কথা বলে'। এটা কেন?
জবাবে অমিতাভ রেজা বলেন, 'নতুন পোস্টার করতে হবে। সামান্য সময় পেয়েছি কাজ শেষ করতে। শেষপর্যন্ত মুন্সিগিরি নামটিই থাকবে।'
'শিবব্রত বর্মণের উপন্যাস থেকে ফিল্মটি করেছি। একটি চরিত্র নিয়ে আরও পর্ব করা হবে', যোগ করেন তিনি।
'মুন্সিগিরি'র মুক্তির বিষয়ে 'চরকি ভালো বলতে পারবে' বলে জানান অমিতাভ রেজা।
এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, 'আয়নাবাজি আর মুন্সিগিরি দুটি দুই জিনিস। তবে নতুন কিছু এতে পাবেন দর্শকরা, এটুকু বলতে পারি। পরিচালক আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আমিও সেই বিশ্বাস থেকেই প্রথমবার ডিবি পুলিশের চরিত্রে কাজ করেছি।'
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচার হবে 'মুন্সিগিরি'।