মৌ এবার করপোরেট নারী
নতুন একটি টেলিফিল্মে অভিনয় করছেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। 'স্বাতী নক্ষত্রের আলোয়' নামের টেলিফিল্মটিতে একজন করপোরেট নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি।
ইফফাত আরেফিন মাহমুদ রচিত এবং চয়নিকা চৌধুরী পরিচালিত এ টেলিফিল্মের শ্যুটিং গতকাল বুধবার থেকে ঢাকায় শুটিং শুরু হয়েছে । আজ বৃহস্পতিবারও শুটিং চলছে।
মৌ ছাড়াও এতে অভিনয় করছেন তারিক আনাম খান, শবনম ফারিয়া, সামিয়া মহসিন।
আজ সকালে দ্য ডেইলি স্টারকে সাদিয়া ইসলাম মৌ বলেন, 'কোভিডের কারণে অনেকদিন কাজ বন্ধ ছিল। এখন কিছুটা কাজ করা হবে। স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় টেলিফিল্মটি করছি। এখানে একজন করপোরেট নারীর চরিত্রে অভিনয় করছি। অভিনয়ের বেশ সুযোগ রয়েছে। চরিত্রের মধ্যে অবশ্যই নতুনত্ব থাকছে।'
স্ক্রিপ্ট ও চরিত্র পছন্দ হলে মাঝেমাঝে নাটক-টেলিফিল্মে অভিনয় করবেন বলে জানান তিনি।
তারিক আনাম খান ডেইলি স্টারকে বলেন, 'খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে। গল্পের চমকটা থাকুক। দর্শকরা পর্দায় দেখে নেবেন সেটা। শুধু এটুকু বলি—ভীষণ ভালো একটি কাজ দেখতে পারবেন দর্শকরা।'
'স্বাতী নক্ষত্রের আলো'র পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, 'আমার পরিচালিত ৪১৬তম নাটক এটি। বিরতি শেষে শুটিংয়ে ফিরেছি। ভালো গল্প, ভালো শিল্পীদের নিয়ে কাজটি করছি। দর্শকরা ঠকবেন না।'