যমুনার চরে শাকিব খানের ‘গলুই’ সিনেমার শুটিং
শাকিব খান। ছবি: স্টার
শাকিব খান তার আগামী সিনেমা 'গলুই' -এর শুটিং করবেন জামালপুরের যমুনার চরে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির শুটিং শুরু হবে। প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে। সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
এস এ হক অলীক পরিচালিত 'গলুই' সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি। ইমন সাহার সুর ও সংগীত সিনেমার একটি গানে ইতোমধ্যে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ।
সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু দ্য ডেইলি স্টারকে বলেন, 'গলুই' সরকারি অনুদানের সিনেমা। ছবিতে শাকিব খানের লুকে যে নতুনত্ব থাকবে আগে তাকে এমনভাবে কেউ দেখেনি। নায়িকা হিসেবে আরও চমক থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে বিস্তারিত জানানো হবে সিনেমার মহরতে।