যে কারণে শাবানার সোনালী দিনের সিনেমা প্রচার হচ্ছে

By স্টার অনলাইন রিপোর্ট

বেশ কিছুদিন ধরে খ্যাতিমান অভিনেত্রী শাবানা অভিনীত সিনেমা প্রচারিত হচ্ছে চ্যানেল আইতে। সাধারণত কোনো তারকার জন্মদিন বা প্রয়াণদিনে এমন ধরনের আয়োজন করে থাকে চ্যানেলগুলো।

film_shopno_4.jpg

এ বিষয়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ দ্য ডেইলি স্টারকে জানায়, 'আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই। শাবানা অভিনীত কিছু সিনেমা আমাদের ক্রয় করা ছিল। সেই সিনেমাগুলো এখন একে একে প্রচার করছি। তারা আমাদের দেশের জীবন্ত কিংবদন্তি। দর্শকরা এখনো তাদের অভিনীত সিনেমা পছন্দ করেন। তাই শাবানা অভিনীত সোনালী দিনের সিনেমাগুলো প্রচার করা হচ্ছে।'

আজ মঙ্গলবার বিকেলে চ্যানেল আইতে দেখানো হয়েছে ফকরুল হাসান বৈরাগী পরিচালিত 'স্বপ্ন'। রাজ্জাক-শাবানা অভিনীত সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। এতে আরও অভিনয় করেছেন ইমরান, রানী, আজীম, রাজীব, নাসির খান, সাবিহা, বাবরসহ অনেকেই।

film_khoma.jpg

আগামী ১২ নভেম্বর বিকেল ৩টায় চ্যানেল আইতে দেখানো হবে মতিন রহমান পরিচালিত 'স্নেহের বাঁধন'। এই সিনেমায় অভিনয় করেছেন শাবানা, আলমগীর, মৌসুমী ও ওমর সানি।

১৩ নভেম্বর বিকেল ৩টায় প্রচার হবে মালেক আফসারী আফসারী পরিচালিত 'ক্ষমা'। শাবান, আলমগীর, মান্না অভিনীত এই ছবিতে আরও অভিনয় করেছেন অরুণা  বিশ্বাস, রাজীব, রোজি আফসারী, খলিল, রীনা খান, টেলি সামাদসহ অনেকেই।