শিল্পী সমিতির নবনির্বাচিতদের শপথ আজ বিকেলে

By স্টার অনলাইন রিপোর্ট

শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ অনেকেই আজ রোববার বিকেল ৫টায় শপথ নিবেন।

নিপুণের আপিলের রায়ের অপেক্ষায় ছিলেন শিল্পী সমিতির অন্য বিজয়ীরা। তবে, গতকাল শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গঠিত আপিল বোর্ড নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন। এছাড়া কার্য নির্বাহী সদস্য চুন্নুর প্রার্থীতা বাতিল করে তার জায়গায় নাদির খান এসেছেন।

আজকের শপথের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক বলেন, 'আমরা আপিল বোর্ডের রায়ের অপেক্ষায় ছিলাম। আমরা সবার অনুমতি নিয়েই আজ বিলাল ৫টায় শপথ বাক্য পাঠ করতে চাই। আমাদের শপথ বাক্য পাঠ করাবেন আপিল বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান ও আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন। নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই শপথ বাক্য পাঠের সময় আমরা দেখতে চাই না।'

এবারের শিল্পী সমিতির বিজয়ীর তালিকায় আছেন— ইলিয়াস কাঞ্চন (সভাপতি), নিপুণ আক্তার (সাধারণ সম্পাদক), মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল (সহ-সভাপতি), সাইমন সাদিক (সহসাধারণ সম্পাদক), মামনুন ইমন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), জয় চৌধুরী (আন্তর্জাতিক সম্পাদক), শাহনূর (সাংগঠনিক সম্পাদক), আরমান (দপ্তর ও প্রচার সম্পাদক), আজাদ খান (কোষাধ্যক্ষ)।