শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান: হাইকোর্ট

অভিনেতা জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফএএ) সাধারণ সম্পাদক পদে থাকার রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার এই রায় দেওয়া হয়।

রায়ে অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও অভিনেত্রী নিপুণকে বিএফএএর সাধারণ সম্পাদক ঘোষণাকে বেআইনি ঘোষণা করেন আদালত।

জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও নিপুণকে সমিতির সাধারণ সম্পাদক ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত রায়ে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচনী আপিল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি।