সবার আগে বাংলাদেশে হলিউডের 'মরবিয়াস'

By স্টার অনলাইন রিপোর্ট

বিশ্বের অন্যান্য দেশের আগে বাংলাদেশে মুক্তি পেয়েছে হলিউডের সুপারহিরো সিনেমা 'মরবিয়াস'।

আজ বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শন শুরু হয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সিনেমাটি অন্যান্য দেশে মুক্তি পাবে আগামী ১ এপ্রিল।

'মরবিয়াস' ২০২০ সালের জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এর মুক্তি বেশ কয়েকবার মুক্তি পিছিয়ে যায়।

মার্ভেল এন্টারটেইনমেন্ট এবং কলাম্বিয়া পিকচার্সের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ড্যানিয়েল এসপিনোসা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন 'সুইসাইড স্কোয়াড'খ্যাত জ্যারেড লেটো। আরও আছেন ম্যাট স্মিথ, আদ্রিয়া আরজোনা, টাইরিস গিবস, জারেড হ্যারিস।

২০১৮ সালে মুক্তি পাওয়া 'ভেনম' সিনেমাটি থেকে অনুপ্রাণিত হয়ে মরবিয়াস চরিত্রটি নিয়ে ভাবতে শুরু করে সনি পিকচার্স। ২০১৯ সালে এর কাজ শুরু হয়।