সবার সঙ্গে ইমোশনাল সম্পর্ক গড়ে উঠেছে: আফজাল হোসেন

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

নন্দিত অভিনেতা আফজাল হোসেন ২ বছর বিরতির পর আবারও ছোটকাকু সিরিজের একটি নতুন নাটক পরিচালনা করছেন। আসছে ঈদে নাটকটি প্রচারিত হবে। এছাড়া একটি এক ঘণ্টার ঈদের নাটকেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি দ্য ডেইলি স্টারের মুখোমুখি হন নন্দিত এই অভিনেতা। কথা বলেছেন বর্তমান ব্যস্ততাসহ অন্যান্য বিষয় নিয়ে।

২ বছর পর ছোটকাকু সিরিজের নতুন নাটক পরিচালনা করছেন, এ নিয়ে কিছু বলুন...

করোনা মহামারির কারণে গত ২ বছর ছোটকাকু সিরিজের নাটক করতে পারিনি। তবে, পরিস্থিতি ভালো থাকায় এবার করছি। একটানা ৩ দিন ৩ রাত শুটিং করেছি। ১৫-১৬ জনের বড় টিম নিয়ে কাজটি করছি।

এবারের শুটিং অভিজ্ঞতা জানতে চাই...

ওয়ান্ডারফুল অভিজ্ঞতা হয়েছে, এক কথায় দারুণ। আমরা এবার পিকনিকের আমেজে শুটিং করেছি। আসলে ২ বছর নাটকের শুটিং করতে না পারায় অনেকেই বিষণ্ণ ছিলেন। কিন্তু, সবার বিষণ্ণতা দূর হয়েছে।

একটি সিরিজ অনেক বছর ধরে করার সুবিধা কী?

শিল্পীদের সবার মধ্যে চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। সবাই সবাইকে মিস করে। গত ২ বছর নাটকটি না হওয়ায় অনেক মিস করতাম সবাইকে। বলতে পারেন সবার সঙ্গে ইমোশনাল সম্পর্ক গড়ে উঠেছে।

ঈদের জন্য আর কয়টি নাটকে করেছেন?

চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি ঈদের নাটকের শুটিং করেছি। এ ছাড়া, বেতারের জন্য একটি নাটকে অভিনয় করেছি।

আপনার পরিচালনায় ছোটকাকু সিরিজের নাটকগুলো তো দারুণ জনপ্রিয় হয়েছে...

তা পেয়েছে। এটি মূলত ফরিদুর রেজা সাগরের উপন্যাস থেকে নেওয়া। অনেকদিন ধরে পরিচালনা করছি। তাই হয়তো দর্শকের মাঝে আলাদা প্রত্যাশা তৈরি হয়েছে। এর আগে দিনদুপুরে দিনাজপুরে, খেলা হলো খুলনায়, রাজশাহীর রসগোল্লা, কক্সবাজারের কাকাতুয়াসহ বেশ কয়েকটি প্রচারিত হয়েছে। এবারের সিরিজটির নাম সৈয়দপুরের সৈয়দ সাহেব।