সিডনি চলচ্চিত্র উৎসবে বিচারকের আসনে ফারুকী

By স্টার অনলাইন রিপোর্ট

সিডনি চলচ্চিত্র উৎসবের এবারের আসরে বিচারকের আসনে থাকছেন বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ মঙ্গলবার উৎসব কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনিতে এই চলচ্চিত্র উৎসব চলবে।

উৎসবের ৫ জন বিচারকের মধ্যে বাংলাদেশি লেখক, পরিচালক ও প্রযোজক মোস্তফা সরয়ার ফারুকী ছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ার অভিনেতা ও পরিচালক ডেভিড ওয়েনহাম, লেখক ও পরিচালক ফেনিফার পিদম, তুরস্কের পরিচালক ও প্রযোজক সেমিহ কাপলাংলু এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইয়োকা সাকানো।

মোস্তফা সরয়ার ফারুকীর 'নো ম্যানস ল্যান্ড' সিনেমাটি এই উৎসবে প্রদর্শিত হবে।