সোহরাব হয়ে আসছেন চঞ্চল চৌধুরী

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

ভিন্ন লুকে দেখা মিলেছে অভিনেতা চঞ্চল চৌধুরীর। মাথায় ছোট চুল, হাতের আঙুলে আংটি, চোখে সানগ্লাস, ঠোঁটে সিগারেট এবং হাতে অস্ত্র। বলি ওয়েব এমন লুকেই দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে আজ শুক্রবার বিকেলে বলেন, 'আসলেই অন্য এক আমাকে দেখা যাবে বলি ফিল্মে। এমন চঞ্চল চৌধুরীকে কখনো দেখা যায়নি।'

সম্প্রতি বলি ওয়েব ফিল্মের টিজার প্রকাশ পেয়েছে। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

তিনি বলেন, 'সত্যি কথা বলতে টিজার প্রকাশের পর এভাবে সবার কাছ ভালোবাসা পাব ভাবতেই পারিনি। আসি অনেক উচ্ছ্বসিত আমি। সবার ভালোবাসায় আমি মুগ্ধ।'

তিনি আরও বলেন, 'বলি ওয়েব ফিল্মের গল্পটি খুব জটিল। চর দখলের গল্প। যেখানে কোনো আইনের শাসন নেই। চর এলাকায় শক্তিই সব, যার যত শক্তি তার দখলে সব।'

কাজটি করতে কি ধরণের প্রস্তুতি নিতে হয়েছে এমন প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, 'এই ওয়েবে অভিনয়ের জন্যে চুল ছোট করতে হয়েছে। লুক চেঞ্জ করতে হয়েছে। অনেক সময় নিয়ে মেকআপ ও গেটআপ নিতে হয়েছে।'

'পরিচালক ও ইউনিটের সবাইকে অনেক কষ্ট করতে হয়েছে। অবশ্যই চ্যালেঞ্জিং ছিল কাজটি। আমার চরিত্রের নাম সোহরাব। পুরোপুরি সোহরাব হয়ে যেতে কঠিন প্রস্তুতি নিতে হয়েছে,' বলেন চঞ্চল চৌধুরী।

দর্শকের উদ্দেশে তিনি বলেন, 'আসছে ডিসেম্বরে বলি মুক্তি পাবে হইচই

প্ল্যাটফর্মে। নতুন ঢংয়ের গল্প বলে সবাইকে দেখতে অনুরোধ করব। অবশ্যই ভালো লাগবে কাজটি।'

তিনি আরও বলেন, 'বলিতে আমাকে সোহরাব চরিত্রে দেখা যাবে। সোহরাব হয়ে উঠতে অনেক কষ্ট করতে হয়েছে।'

বলি ওয়েব ফিল্ম ছাড়াও 'রূপকথা নয়' ওয়েব ফিল্মের শুটিং শেষ চঞ্চল চৌধুরী। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। পাশাপাশি  অঞ্জন দত্তের পরিচালনায় নতুন একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ওয়েব ফিল্মের বাইরে 'ষণ্ডা-পাণ্ডা' ধারাবাহিকের প্রথম লটের শুটিং শেষ করেছেন। অন্যদিকে, গতকাল থেকে এক ঘণ্টার একটি নাটকের শুটিং শুরু করেছেন উত্তরায়। পরিচালনা করছেন অলক হাসান।