স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা চালু হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। ছবি: সংগৃহীত
ঈদের পর রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে নতুন শাখা চালু করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।
জনপ্রিয় সিনেমা হল ফ্র্যাঞ্চাইজি বুধবার তাদের ফেসবুক পেজে খবরটি প্রকাশ করেছে।
এ ছাড়া চট্টগ্রামের বালি আর্কেডে এবং বগুড়ায় আরেকটি দুটি শাখা খোলা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে ২০০৪ সালের ৬ অক্টোবর প্রথম চালু হয় স্টার সিনেপ্লেক্স। বর্তমানে এটি ঢাকায় পান্থপথের বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত শম্ভার, মিরপুরের সনি স্কয়ার ও মহাখালীর এসকেএস টাওয়ারে সিনেপ্লেক্স স্থাপন করেছে।