স্টার সিনেপ্লেক্সের ১৮ বছর উদযাপনে ‘নো টাইম টু ডাই’র প্রিমিয়ার
১৭ বছর পেরিয়ে আগামীকাল ১৮ বছরে পা রাখতে যাচ্ছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা স্টার সিনেপ্লেক্স।
২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে প্রথম শাখা স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু হয় স্টার সিনেপ্লেক্সের। পরে ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ারে এর শাখা চালু করা হয়। পরে চলতি বছর মিরপুরে সনি স্কোয়ারে চালু স্টার সিনেপ্লেক্স। এছাড়া বগুড়ার সাতমাথায় নির্মিত হচ্ছে আরও একটি নতুন শাখা।
স্টার সিনেপ্লেক্সে মুক্তির দিন হলিউডের সিনেমা দেখতে পান দর্শকরা। পাশাপাশি সুস্থধারার দেশীয় বাংলা সিনেমা নিয়মিতভাবে দেখানো হয় এই মাল্টিপ্লেক্সে।
স্টার সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ আজ ১৭ বছর উদযাপন করবেন মিরপুরের সনি স্কোয়ার সিনেপ্লেক্সে। সেখানে আজ আমন্ত্রিত অতিথিদের জন্য জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা 'নো টাইম টু ডাই'র প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সিনেপ্লেক্সের সব শাখায় দেখা যাবে হলিউডের এই সিনেমাটি।
'নো টাইম টু ডাই' বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বাংলাদেশের দর্শকরা উপভোগ করতে পারবেন আগামীকাল শুক্রবার থেকে। জেমস বন্ডের ২৫তম সিরিজে শেষবারের মতো অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সাল থেকে পিয়ার্স ব্রসনানের পরিবর্তে জেমস বন্ডের চরিত্রে তিনি অভিনয় করতেন।