স্টার সিনেপ্লেক্স হবে কুমিল্লা-সৈয়দপুরে

By স্টার অনলাইন রিপোর্ট

কুমিল্লা ও সৈয়দপুরে পুলিশ কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সের শাখা চালু করা হবে।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বগুড়ার পর কুমিল্লা, সৈয়দপুরে পুলিশ কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় পুলিশ প্লাজাগুলোতে সিনেপ্লেক্সের শাখা চালু করা হবে।

গতকাল রোববার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে বাংলাদেশ পুলিশের এআইজি (কল্যাণ ট্রাস্ট) এর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ২০২২ সালের মাঝামাঝিতে বগুড়ার সাতমাথা মোড় নওয়াব বাড়ি রোডে 'স্টার সিনেপ্লেক্স'র নতুন শাখা চালু হবে। ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে উত্তরা, রাজশাহী, চট্টগ্রামেও স্টার সিনেপ্লেক্সে চালু করা হবে।

গতকালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি মাহবুবুর রহমান ভুঁইয়া, এডিশনাল ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, এআইজি ফেরদৌস আলম চৌধুরী প্রমুখ।