স্বপ্ন পূরণের গল্প নিয়ে ফিরছেন শান্তা ইসলাম

By স্টার অনলাইন রিপোর্ট

দীর্ঘ বিরতি ভেঙে উপস্থাপনায় ফিরছেন অভিনেত্রী শান্তা ইসলাম। একটি বেসরকারি টিভির পর্দায় 'সিটি আলো লাইফ ইজ বিউটিফুল' এর উপস্থাপনায় দেখা যাবে তাকে।

আগামী ৩ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে একদিন অনুষ্ঠানটি প্রচার হবে। ২৫ মিনিটের এই অনুষ্ঠানে মানুষের জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প বলা হবে। এর প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। অনুষ্ঠানটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

শান্তা ইসলাম আজ শুক্রবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্বপ্ন দেখে সবাই, কিন্তু স্বপ্নের পথ ধরে হাঁটতে পারে কজন? যারা পারে তারা কেমন করে পারে? সেই গল্প নিয়েই লাইফ ইজ বিউটিফুল অনুষ্ঠান।'

তিনি আরও বলেন, 'উপস্থাপনা ও পরিচালনা নিয়ে থাকতে চাই। উপস্থাপনা আমি খুব উপভোগ করি।'