সড়ক দুর্ঘটনায় অভিনয় শিল্পী তুষি, রাজ ও খাইরুল বাসার আহত

By স্টার অনলাইন রিপোর্ট

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার।

আজ শুক্রবার ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। গাড়িতে এই তিন জন ছাড়া আরও কয়েকজন ছিলেন।

গুলশান থানার এ এস আই রোকনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাড়িতে থাকা পাঁচ জনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে।'

তাদের সঙ্গে থাকা অভিনেতা জুনায়েদ বোগদাদী ও নাফিজ নামের দুই জন বর্তমানে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) আছেন। অন্যরা কেবিনে আছেন।

তুষি, রাজ ও খাইরুল বাসার নাটক, ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করেন।