ভূতের সঙ্গে সংযোগ তৈরির গল্প ‘ঘোস্টবাস্টার্স: আফটার লাইফ’
আগামীকাল শুক্রবার পর্দায় আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা 'ঘোস্টবাস্টার্স: আফটার লাইফ'। জেসন রেইটম্যান পরিচালিত সিনেমাটির আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
একই দিনে ভারতেও মুক্তি পাবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
'ঘোস্টবাস্টার্স: আফটার লাইফ' বিল মুরে অভিনীত আশির দশকের বিখ্যাত মুভি সিরিজ 'ঘোস্টবাস্টার্স'। যেখানে বিল মুরে তার দলবল নিয়ে ভূত ধরে বেড়াতেন। সিরিজের প্রথম দু'টি ছবি প্রযোজনা করেছিল কলম্বিয়া পিকচার্স।
এই সিনেমাটি গত জুলাইতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত করা হয়েছিল। এবারের সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন অবিবাহিত মা এবং তার দুটি বাচ্চাকে কেন্দ্র করে। যারা একটি ছোট শহরে এসে আসল ভূতবাসীর সঙ্গে সংযোগ তৈরি এবং তাদের দাদার রেখে যাওয়া গোপন সম্পত্তির উত্তরাধিকার আবিষ্কার করতে শুরু করবে।