হাসপাতালে অভিনেতা তুষার খান

By স্টার অনলাইন রিপোর্ট

অভিনেতা তুষার খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'তুষার খানের জন্য আমরা সবার কাছে দোয়া চাইছি। তার ফুসফুসে পানি জমেছে।'

তুষার খান ১৯৮২ সাল থেকে দেশের অন্যতম প্রধান নাটকের দল আরণ্যক নাট্যদলের সঙ্গে জড়িত। মঞ্চ ছাড়াও তিনি টেলিভিশন নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সালমান শাহ অভিনীত বিক্ষোভ সিনেমাসহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত প্রথম সাড়া জাগানো নাটক 'ইতিকথা'। সর্বশেষ তিনি অভিনয় করেছেন 'আগস্ট ১৯৭৫' সিনেমায়।