৩ বছর পর অভিনয়ে রোকেয়া প্রাচী

By স্টার অনলাইন রিপোর্ট

রোকেয়া প্রাচী প্রায় ৩ বছর আগে শেষ অভিনয় করেছিলেন এক ঘণ্টার এক টিভি নাটকে। তারপর আর কোনো নাটক বা সিনেমায় অভিনয় করা হয়নি। সেই সঙ্গে ৩ বছর আগে একটি টিভি নাটকও পরিচালনা করেছিলেন তিনি।

'যুদ্ধ ও বীরাঙ্গনা' ছিল তার সবশেষ নাটক পরিচালনা।

এই বিরতি পর রোকেয়া প্রাচী সরকারি অনুদানের সিনেমা দিয়ে অভিনয়ে ফিরেছেন। সিনেমাটির নাম 'সাবিত্রী'।

গতকাল রোববার দ্য ডেইলি স্টারকে রোকেয়া প্রাচী তার অভিনয়ের ফেরার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, 'একটা লম্বা বিরতি শেষে সিনেমা দিয়ে কাজে ফিরলাম। ভীষণ ভালো লাগছে।'

জানান, 'সাবিত্রী'তে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচারের ঘটনা নিয়ে এই সিনেমার গল্প।

'সবিত্রী' পরিচালনা করছেন পান্থ প্রসাদ।

রোকেয়া প্রাচীর প্রথম সিনেমা 'দুখাই'। বহুল প্রশংসিত এই সিনেমা ছাড়া তিনি অভিনয় করেছেন 'মাটির ময়না', 'স্বপ্ন ডানায়', 'ডুব', 'মনের মানুষ'সহ বেশ কয়েকটি সিনেমায়।

'রুবিনা', 'আমেনা' ও 'ফুলকির গল্প'সহ বেশ কয়েকটি নাটক পরিচালনা করেছেন তিনি।