৫০ হলে মুক্তি পাচ্ছে বুবলি-আদরের ‘তালাশ’

By স্টার অনলাইন রিপোর্ট

ঢাকাই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শবনম বুবলি ও আদর আজাদ। এই জুটির সিনেমা 'তালাশ' মুক্তি পাচ্ছে চলতি মাসের ১৭ তারিখ।

রোমান্টিক ও থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। ঢাকাসহ দেশের নানা প্রান্তের ৫০টি সিনেমা হলে এটি মুক্তি দেওয়া হবে। সেভাবেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।  

280198286_1031494897484013_7739441008453765093_n.jpg
শবনম বুবলি ও আদর আজাদ। ছবি: সংগৃহীত

তালাশ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি ও নবাগত নায়ক আদর আজাদ। ইতোমধ্যে এই সিনেমার ট্রেলার, গান, পোস্টার প্রকাশ পেয়েছে।

1082_n.jpg
শবনম বুবলি ও আদর আজাদ। ছবি: সংগৃহীত

আদর আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এরকম থ্রিলার সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। দর্শকরা নতুন গল্পের সঙ্গে পরিচিত হতে পারবেন।'

শবনম বুবলি বলেন, 'আমি প্রচণ্ড আশাবাদী তালাশ সিনেমাটি নিয়ে। দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছেন দর্শকরা।'