প্রথমবার এক পর্দায় নিরব-মাহি

By স্টার অনলাইন রিপোর্ট

অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন নিরব ও মাহিয়া মাহি। তবে কোনো সিনেমা বা নাটকে নয়, নতুন একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছেন তারা।

অনন্য মামুনের পরিচালনায় বিজ্ঞাপনটিতে আরও আছেন রোজী সিদ্দিকী ও মনিরা মিঠু।

নিরব বলেন, 'শতাধিক শিল্পী নিয়ে এই বিজ্ঞাপনচিত্রটি নির্মিত হচ্ছে। এর মাধ্যমে প্রথমবার মাহিয়া মাহির সঙ্গে জুটিবদ্ধ হলাম।'  

নিরব অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে আছে অনন্য মামুন পরিচালিত 'অমানুষ', বুবলীর বিপরীতে 'ক্যাসিনো',রোজিনা পরিচালিত 'ফিরে দেখা'। এ ছাড়া, 'কয়লা' ও 'জলকিরণ' নামের নতুন ২টি সিনেমার শুটিং শুরু করবেন নিরব।