বিটিএস সদস্য জিনের আঙুলে অস্ত্রোপচার
কে-পপ বয়ব্যান্ড বিটিএসের জিন ওরফে কিম সিওক-জিনের বাম হাতের আঙুলে অস্ত্রোপচার করা হয়েছে।
ব্যান্ডটির সংস্থা বিগ হিট মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, জিনের আঙুলে অস্ত্রোপচার করতে হয়েছে। তার আঙুলের টেন্ডনগুলো ক্ষতিগ্রস্থ হওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার জিন তার নিয়মিত কাজের সময় তার বাম হাতের তর্জনীতে আঘাত পান। পরে তাকে পরীক্ষা ও চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে গিয়ে জানা যায় তার আঙুলের টেন্ডনগুলো আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং অস্ত্রোপচার করাতে হবে। পরে চিকিৎসকের পরামর্শে শুক্রবার বিকেলে জিনের বাম হাতের তর্জনীতে অস্ত্রোপচার করা হয়।
বিটিএস আর্মির জন্য স্বস্তির খবর অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং জিনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন এবং বর্তমানে বিশ্রামে আছেন।
এদিকে, বিটিএস আর্মিরা উদ্বেগ প্রকাশ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জিনের দ্রুত আরোগ্য কামনা করেন।