যে কারণে সানি লিওন, নার্গিস, মিমি, নুসরাতরা ঘুরে গেলেন বাংলাদেশ

By স্টার অনলাইন রিপোর্ট

সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার ছাড়াও ভারতীয় বেশ কয়েকজন তারকা গতকাল শনিবার ঢাকায় এসেছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে।

গতকাল রাতে ঢাকার মাদানি অ্যাভিনিউতে আয়োজন করা হয় কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতির মেয়ের বিয়ের রিসিপশন।

4_n.jpg
যশ দাশগুপ্ত, নীরব ও নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

সেই অনুষ্ঠানে পারফর্মও করেন সানি লিওন। অন্যদের মধ্যে সুফি গায়ক কৈলাস খের গান করেন।

এ ছাড়াও অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি, রিয়া সেন, রাইমা সেন, অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত।

বাংলাদেশের অভিনয়শিল্পী নীরব, তমা মির্জা, ইমন, দীঘি, কণ্ঠশিল্পী হামিন আহমেদ, এস আই টুটুল, ঐশী, প্রতীক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই উপস্থিত ছিলেন বিয়েতে।

kailash.jpg
অনুষ্ঠানে গান গাইছেন কৈলাস খের। ছবিধ সংগৃহীত

বলিউড অভিনেত্রী সানি লিওন ঢাকায় এসেছিলেন গতকাল শনিবার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছিলেন তিনি। ঢাকার বিমানবন্দরে তোলা ছবিতে তার পেছনে লেখা 'ওয়েলকাম টু বাংলাদেশ'।

ছবির ক্যাপশনে সানি লিওন লেখেন, 'এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।'

তবে ক্যাপশনে দেওয়া হ্যাশট্যাগে বাংলাদেশ বানান ভুল লিখেছেন এই অভিনেত্রী।

0_n.jpg
অনুষ্ঠানে তোলা ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ঢাকায় সানি লিওন এসে সরাসরি গানবাংলা টেলিভিশনের অফিসে যান। সানির লিওনের সঙ্গে সেসময় ছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও। তাদের স্বাগত জানান গানবাংলা টিভির কর্ণধার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।

তাদের ৩ জনের সেলফি শেয়ার করে তাপস লিখেছেন, 'সময় এখন উদযাপনের'।

উল্লেখ্য, গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে শুটিং করার অনুমতি দেওয়া হয়। তবে ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির বাংলাদেশে কাজের অনুমতি বাতিল করা হয়।

শেষ পর্যন্ত ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে আজ সকালেই আবার ফিরে গেছেন তিনি।