শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যা

By স্টার অনলাইন রিপোর্ট

বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি আয়োজন করছে শিমুল মুস্তাফার একক আবৃত্তি পরিবেশনা 'যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়'।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

শিমুল মুস্তাফার এই আসর ইতোমধ্যে দেশের আবৃত্তিপ্রেমীদের এক প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই পরিবেশনায় আবৃত্তির পাশাপাশি কবিতার বিষয় নিয়ে কথামালা, গান ও স্মৃতিচারণে দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন তিনি।

অনুষ্ঠানটির সমন্বয়কারী হিসেবে আছেন নিপুণ নিয়ামত, মাহদুল হাকিম তানভীর ও অলি আহমেদ পল্লব। এ ছাড়াও, থাকছেন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির অন্য সদস্যরা।