শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ইলিয়াস কাঞ্চন

By স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।  

এবারের নির্বাচনে অভিনেত্রী নিপুণ একটি প্যানেল তৈরি করবেন। সেই প্যানেল থেকেই সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন। আজ শুক্রবার দুপুরে নিপুণ দ্য ডেইলি স্টারকে এমন আভাসই দিয়েছেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সভাপতি পদ থেকে শুরু করে সাধারণ সম্পাদক পদে কে কে নির্বাচন করবেন সে বিষয়ে তখন বিস্তারিত জানানো হবে। তফসিল ঘোষণার আগে কোনো কিছুই সরাসরি জানানো হচ্ছে না।

তবে, নিপুণের প্যানেলের বিষয়ে ধারণা পাওয়া গেলেও জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি এখনো।