বুম্বাদা আম্মুর ভীষণ পছন্দের মানুষ: সিয়াম

By স্টার অনলাইন রিপোর্ট

কলকাতার সিনেমায় অভিনয় কর‍তে যাচ্ছেন সিয়াম আহমেদ। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় তার সঙ্গে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ও আয়ুষী তালুকদার। এই সিনেমার কিছু কাজের জন্য সম্প্রতি কলকাতায় তাদের সঙ্গে দেখা হয়েছে সিয়াম আহমেদের। 

সেই অভিজ্ঞতা জানিয়ে সিয়াম বলেন, 'দারুণ কিছু মুহূর্ত কাটল একসঙ্গে। আমি খুবই এক্সাইটেড যে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বুম্বাদা আমার আম্মুর ভীষণ পছন্দের একজন মানুষ। আর তার সঙ্গে একই ছবিতে কাজ করব, এতে আম্মুও অনেক খুশি। এমন একজন কিংবদন্তীর সঙ্গে কাজ করব, অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি।'

744_n.jpg
ছবি: সংগৃহীত

চলতি মাসে লন্ডনে সিনেমাটির শুটিং হবে। এটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সিয়াম অভিনীত সিনেমা অপারেশন সুন্দরবন, দামাল, অন্তর্জাল, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন।