জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা

By রাহমান মনি

দ্বিকক্ষ বিশিষ্ট জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

আজ বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফুমিও কিশিদা।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনের মাথায় জাতীয় নির্বাচনের জন্য প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৭ সালের পর প্রথম সাধারণ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৯ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে। আগামী নির্বাচন হবে রেইওয়া যুগের প্রথম সাধারণ নির্বাচন। মোট ৪৬৫টি আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান ক্ষমতাসীন জোট (এলডিপি এবং কোমেইতো) ৩০৫টি আসন নিয়ে চালকের ভূমিকায় আছে।

কিশিদার উদ্দেশ্য হচ্ছে বর্তমান জোট বজায় রেখে আরও বেশি আসন পাওয়া। জাপানের ক্ষমতায় যেতে ২৩৩টি আসন যথেষ্ট এবং আগামী নির্বাচনেও জোট সরকার তা ধরে রাখতে পারবে বলে তিনি আশাবাদী।

তবে, এলডিপি সেক্রেটারি জেনারেল আকিরা আমারি ২৪৪টি আসন পেয়ে একটি স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করছেন।

সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, 'আমি দায়িত্ব নেওয়ার আজ ১১ দিন। এই দিনগুলোতে পর্যবেক্ষণ করেছি আমার মন্ত্রিসভা কী কী করতে পেরেছে এবং কী করতে চলেছে। কারণ, আমি এলডিপির প্রধান পদে নির্বাচনে জাপানের পুনর্জন্মের প্রতিশ্রুতি দিয়েছিলাম।'

'জাপানের অর্থনীতি, কোভিড–১৯ এবং অর্থনৈতিক নিরাপত্তার প্রতিশ্রুতি আমাদের দলের নির্বাচনী প্রচারাভিযানের মূল শ্লোগান,' যোগ করেন তিনি।

উল্লেখ্য, জাপান পার্লামেন্টে নিম্নকক্ষ জয়লাভ করা দল বা জোট দেশ পরিচালনা করে থাকে।

rahmanmoni@gmail.com