আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চান শাহবাজ শরীফ

By স্টার অনলাইন রিপোর্ট

২ দেশের উন্নত ভবিষ্যত এবং এই অঞ্চলে টেকসই শান্তি ও স্থায়ী সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা চিঠির জবাবে তিনি বলেন, আপনার শুভেচ্ছা বার্তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।

আজ বুধবার ঢাকার পাকিস্তান হাই কমিশনের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম মানুষের সুস্বাস্থ্য ও সুখ এবং ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানান শাহবাজ শরীফ।

তিনি বলেন, দয়া করে আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাসগুলো গ্রহণ করবেন।