রাজনীতি থেকে অবসরের ঘোষণা রদ্রিগো দুতার্তের

By স্টার অনলাইন ডেস্ক

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হযেছে।

রদ্রিগো দুতার্তে জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন এবং আগামী বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

৭৬ বছর বয়সী এই নেতা গত মাসে বলেছিলেন যে, তিনি ২০২২ সালে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তার মেয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন জল্পনা-কল্পনার মধ্যে এ ঘোষণা দেওয়া হয়েছে।

দেশে অপরাধ কমানো ও মাদক সমস্যা সমাধানের প্রতিশ্রতি দিয়ে তিনি ২০১৬ সালে ক্ষমতায় আসেন।