আশাশুনিতে একই পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
সাতক্ষীরার আশাশুনিতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁদনী (৫) উত্তর একসরা গ্রামের ইয়াসিন আলীর মেয়ে। অপরজন মেলু (৬) একই গ্রামের মণি মালির মেয়ে।
আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ২ শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, বিকেলে চাঁদনী ও মেলু বাড়ির পাশের উঠোনে খেলা করছিল। এক পর্যায়ে তারা বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, দুই শিশুর মরদেহ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।