উত্তরায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী মারা গেছেন। এ ঘটনায় প্রাইভেটকারচালক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টরে সিঙ্গারের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'আহত অটোরিকশা যাত্রী মহিফুর রহমান রাতুল (২৮) চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা গেছেন।'

তিনি জানান, ভোরে উত্তরায় প্রাইভেটকার-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত অটোরিকশা যাত্রী রাতুলের অবস্থা আশংকাজনক ছিল। সংবাদ পেয়ে তার স্বজনরা ঢামেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

'রাতুলের মরদেহ আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়' উল্লেখ করে তিনি বলেন, 'বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাতুলের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।'

এর আগে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক তৈয়ব আলী (৬০) মারা গেছেন।'

তিনি জানান, নিহত তৈয়বের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। তিনি রাজধানীর ধোলাইপাড় এলাকায় থাকতেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।