কালিয়াকৈরে রায়হান ফ্যাশন পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে রায়হান ফ্যাশন পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আজ বুধবার সকাল সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সাইফুল ইসলাম।

এর আগে, আজ সকাল সাড়ে ৯টার দিকে নূর গ্রুপের রায়হান ফ্যাশন পোশাক কারখানার ৫ তলায় আগুন লাগে।

কারখানার শ্রমিকরা জানান, ৫ তলার পুরো অংশ জুড়ে বিভিন্ন কার্টুন ও ফেব্রিক্সের গোডাউন। সেখানে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ নেই। তারপরও কীভাবে আগুন লেগেছে তা তারা বলতে পারছেন না।

ফায়ার সার্ভিস ও শ্রমিকদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।