কুমিল্লায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম থেকে ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

By নিসস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় একটি মালবাহী কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে রেল চলাচল বন্ধ আছে।

আজ সোমবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

লিয়াকত জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ভোর ৪টার দিকে রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে 'যান্ত্রিক ত্রুটির কারণে' ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে একাধিক উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতোমধ্যে একটি ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে।

দ্রুত এই উদ্ধার তৎপরতা শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন লিয়াকত আলী।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঘটনার পর থেকে চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। বেশ কিছু যাত্রীবাহী ও মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনের আটকা পড়েছে।

রাজাপুর রেলওয়ে ষ্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'এখানে চলমান ডাবল লাইনের কাজ এখনো শেষ হয়নি। তাই অন্য ট্রেনগুলো আটকা পড়ে আছে।'