চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস রাস্তার ধারে খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা সংকটাপন্ন।
আজ বুধবার ভোর পৌনে ৫ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া সরকারি কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন আকতার রিমা (২৩) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সুভাঢ়্য ইউনিয়নের মীরেরবাগ এলাকার মো. রিয়াদের স্ত্রী।
চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, কক্সবাজারগামী বাসটি কলেজ গেট এলাকায় ঢোকার আগমুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেখানেই এক যাত্রী মারা যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। গুরুত্বর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।