চট্টগ্রামে ঘরের দেয়াল চাপায় শিশুর মৃত্যু
স্টার অনলাইন গ্রাফিক্স
চট্টগ্রাম নগরীতে একটি সেমিপাকা ঘরের দেয়াল ধসে গিয়ে, তাতে চাপা পড়ে ১২ বছর বয়সী এক শিশু মারা গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মৃত শিশু রুদ্র দাশের (১২) বাবা সুকুমার দাশ। তারা উত্তর কাট্টলির ঈশান মহাজন সড়কের শ্যামল বাবু কলোনিতে ভাড়া থাকেন।'
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে তাদের সেমিপাকা ভাড়া বাসার দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে রুদ্র গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।