চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ায় সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে গেছে। নিহত ব্যক্তির বয়স ৩৮ বছর। স্থানীয় বাসিন্দারা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।