চলন্ত ট্রেনের সঙ্গে নিজের ভিডিও করতে গিয়ে বালকের মৃত্যু
চুয়াডাঙ্গায় একটি অরক্ষিত রেলসেতুর ওপর দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সঙ্গে নিজের ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় এক বালকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার আলমডাঙ্গা উপজেলার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খালের লালব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হুসাইন (১১) আলমডাঙ্গার কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'হুসাইন ও তার ২ বন্ধু সন্ধ্যার দিকে লালব্রিজে দাঁড়িয়ে একটি চলন্ত ট্রেনের সঙ্গে নিজেদের ভিডিও করছিল।'
'ব্রিজটি খুবই সংকীর্ণ ও ট্রেন উঠলে পাশে কোনো জায়গা থাকে না। ট্রেন লালব্রিজে এলে পরিস্থিতি বুঝতে পেরে হুসাইনের ২ বন্ধু পানিতে ঝাঁপ দেয়। কিন্তু, মোবাইল ফোন নষ্ট হওয়ার আশঙ্কায় পানিতে ঝাঁপ দেওয়া নিয়ে হুসাইনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। ঐ অবস্থাতেই ট্রেন এসে তাকে ধাক্কা দিলে খালের পানিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'
আলমডাঙা রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতেই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।