চাঁদপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ সহোদরের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জে একটি মার্কেটের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের নিচে নেমে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

চাঁদপুরের হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, এ ঘটনায় মারা গেছেন গোলাম রাব্বানী (৩৮) ও তার ছোট ভাই মোহন আলী (২৮)। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সুখানদীঘী গ্রামের মৃত শাজেমান আলীর ছেলে।

ভবনের মালিক আব্দুল বারেক বলেন, 'গোলাম রাব্বানী কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন এবং মোহন আলী ছিলেন নির্মাণ শ্রমিক। সেপটিক ট্যাংকের কাজ করার সময় তারা এই দুর্ঘটনার শিকার হন।'

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল আলম বলেন, 'প্রথমে সেপটিক ট্যাংকের নিচে নামেন মোহন। অক্সিজেন সংকটে পড়ে তিনি আর উঠতে পারেননি। তাকে বাঁচাতে নেমে গোলাম রাব্বানীও অক্সিজেন সংকটে পড়েন।'

তিনি আরও বলেন, 'তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

হাজীগঞ্জ থানার ওসি মো. জোবাইর সৈয়দ বলেন, 'তাদের মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।'