চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
নাচোলে ছাত্রদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকায় আজ রোববার দুপুরে পাগলা নদীতে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত হাসান রাব্বী (১৫) শিবগঞ্জ নর্থবেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর আড়াইটার দিকে পাগলা নদীতে গোসল করতে নামে ফাহান রাব্বী। এ সময় নদীতে ডুবে যায় এবং স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া এবং তারা ঘটনাস্থলে এসে এক ঘণ্টা তল্লাশি চালিয়ে রাব্বীর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় রাব্বির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।